লাল-সবুজের মেয়েদের ফিফা র্যাংকিংয়ে উন্নতি
বাংলাদেশ ফুটবলে যা সাফল্য, তা এখন আসছে মেয়েদের হাত চলতি বছর সাফ নারী ফুটবল দলের শিরোপা উঠেছে বাংলাদেশের ঝুলিতে। এসব সাফল্যের ধারাবাহিকতা দেখা যাচ্ছে ফিফা র্যাংকিংয়েও।
টানা দ্বিতীয়বার সাফজয়ী দল বাংলাদেশ র্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ১৩২ নম্বরে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র্যাংকিং প্রকাশ করে ফিফা।
সেখানে ১৩৯ নম্বর থেকে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে ১৩২ এ। বর্তমানে সাবিনা খাতুনদের রেটিং পয়েন্ট ১০৯৭ .৫৫।
নেপালকে হারিয়ে ২০২২ সালে সাফ জিতেছিল মেয়েরা। গত অক্টোবর মাসেও একই প্রতিপক্ষের বিপক্ষে জিতে শিরোপা ধরে রাখে তারা।
চার মাস পর প্রকাশিত ফিফা র্যাংকিংয়ে সবার ওপরে আছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। এরপর স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও সুইডেনের মেয়েরা পরপর অবস্থান করছে।
এছাড়াও সেরা দশের পরের দেশগুলো হচ্ছে কানাডা, ব্রাজিল, জাপান, উত্তর কোরিয়া ও নেদারল্যান্ডস।
এম এইচ//