খেলাধুলা

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

লঙ্কা টি-১০ সুপার লিগ গল মারভেলসের মালিক প্রেম ঠকার গ্রেপ্তার হয়েছেন। ফিক্সিংয়ের অভিযোগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার কর হয়। এই দলের হয়েই সাকিব আল হাসান লিগটি খেলছেন এবং এখন শ্রীলঙ্কায় অবস্থান করছেন।

শ্রীলঙ্কান গণমাধ্যমগুলো জানায়, প্রেম ঠকারের জাতীয়তা ভারতীয়। গ্রেপ্তার করার পর তাকে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।  

জানা যায়, এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন গল মারভেলসের মালিক। তবে সেই খেলোয়াড় সেই প্রস্তাব নাকচ করে সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ করেন।

প্রেম ঠকার গ্রেপ্তার হলেও, গল মারভেলসের খেলা সূচি অনুযায়ী চলছে। আজ সাকিবদের ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।

বর্তমানে জাতীয় দলে খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন সাকিব। অবশ্য একই সময়ে বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছেন তিনি। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন