ক্রিকেটের ফিক্সিং বন্ধের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন: তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালক পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শুধু তিনিই নন, আরও ১৪ জন প্রভাবশালী প্রার্থীও এ নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
মনোনয়ন প্রত্যাহারের কারণ জানাতে গিয়ে তামিম বলেন, ‘এই নির্বাচন নোংরামি আর অগ্রহণযোগ্যতার প্রতীক। এটা কোনো নির্বাচন নয়, বরং বোর্ডের জন্য একটি কালো অধ্যায়। আমি নোংরামির অংশ হতে চাই না।’
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘ক্রিকেট হেরে গেছে। ক্রিকেটের ফিক্সিংয়ের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ হোক। এই প্রহসনের সঙ্গে থাকার কোনো প্রশ্নই আসে না।’
তামিমের মতে, নির্বাচনটি কোনোভাবেই স্বচ্ছ বা গ্রহণযোগ্য প্রক্রিয়ায় হচ্ছে না। তার ভাষায়, ‘শুরু থেকেই বলে আসছি—নির্বাচনটা কীভাবে হচ্ছে সবাই দেখছে। যখন যা খুশি করা হচ্ছে। আসলে এটা নির্বাচন নয়, ক্রিকেটের সঙ্গে এর কোনো মিল নেই।’
তিনি বলেন, যারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা সবাই প্রভাবশালী এবং শক্তিশালী ভোট ব্যাংক নিয়ে মাঠে নামার মতো অবস্থানে ছিলেন। তাদের একসঙ্গে সরে দাঁড়ানোই প্রমাণ করে, এই নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে এটি একটি শক্ত প্রতিবাদ।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না। ক্রিকেটপ্রেমী মানুষও এই প্রহসন ডিজার্ভ করে না।’
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হওয়ার কথা। তবে তামিমসহ ১৫ জন প্রভাবশালী প্রার্থীর সরে দাঁড়ানোয় নির্বাচন ঘিরে বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে।
এমএ//