পোশাক কারখানায় নৈরাজ্যের অভিযোগে গ্রেপ্তার-২
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় নৈরাজ্য ও অস্থিরতায় নেতৃত্ব দেয়ার অভিযোগে ফোরকান আহমেদ শাওন (২৫) এবং মো: রবিউল খান (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা - নাসা বেসিক পোশাক কারখানার অপারেটর পদে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে আশুলিয়ায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া।
তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে পোশাক কারখানায় নৈরাজ্য ও অস্থিরতায় নেতৃত্ব প্রদান ও জড়িত থাকার অভিযোগে আশুলিয়া থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে অস্থিরতা ও নৈরাজ্যে সৃষ্টিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আই/এ