সরকারি চাকরি নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ
সরকারের এক মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদে শীঘ্রই নিয়োগ হতে যাচ্ছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডি থেকে দেয়া পোস্টে নিজ মন্ত্রণালয়ের প্রসঙ্গে তিনি লেখেন, ‘শুধু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ আছে। শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।‘
গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিতে জানায়, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী- বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১ টি।
এই শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।
এরমধ্যে, পিএসসি থেকে ৪৭তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে মোট ৩ হাজার ৬৮৮টি শূন্যপদের জন্য প্রার্থীরা আবেদন করতে পারবে।
এম এইচ//