বিজয়ের দিনে জয় দিয়ে টাইগারদের সিরিজ শুরু
সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ রানের জয় পেলো বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে সফরকারীরা। টাইগারদের পক্ষে সৌম্য সরকার ৪৭, জাকের আলী ২৭, শেখ মেহেদী ২৬ ও শামীম হোসেন ২৭ রান করে ব্যাটিংয়ে ভূমিকা রেখেছেন।
ঘরের মাটিতে উইন্ডিজদের জন্য লক্ষ্যমাত্রা নিয়ে চিন্তিত হওয়ার মতো কিছু ছিল না। তবে এই লক্ষ্যমাত্রাই যেন আকাশসম হয়ে ধরা দিল। প্রথম ওভার ভালোভাবে পার করলেও, দ্বিতীয় ওভার থেকেই উইকেট পতন শুরু হয়।
অর্থাৎ, দলীয় ১ রানের মাথায় তাসকিন আহমেদ ফিরিয়েছেন ব্রান্ডন কিংকে। পরের ওভারে নিকোলাস পুরান পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে যান শেখ মেহেদী হাসানের বল। এতে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন তিনি। দলের তখন ২ রান।
জনসন চার্লসের ১২ বলে ২০ রানের ইনিংসও শেষ হয়ে মেহেদীর বলে ক্যাচ দিয়ে। আন্দ্রে ফ্লেচার ও রস্টন চেজও মেহেদীর শিকার হয়েছেন। এতে দলীয় ৩৮ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
অধিনায়ক রভম্যান পাওয়েল অবশ্য একপাশ আগলে ঠিকই দলকে এগিয়ে নিচ্ছিলেন। তবে অন্যপ্রান্ত তখনো নড়বড়ে। গুদাকেশ মোতিকে সরিয়ে দেন তানজিম হাসান সাকিব, আর আকিল হোসেন ফিরেছেন রিশাদ হোসেনের শিকার হয়ে।
৬১ রানে ৭ উইকেট হারানো দলটির হয়ে তখন স্বপ্ন দেখাচ্ছিলেন পাওয়েল ও শার্ফেন রাদারফোর্ড। বিশেষ করে পাওয়েলের ব্যাট তখন চাবুকের ন্যায় ছিল। একটা সময় ৩৬ বলে ৬৬ রান প্রয়োজন থাকা দলটির খেলার চাকা ঘুরিয়ে দেন ক্যারিবিয়ান অধিনায়ক।
তাসকিনের এক ওভারে ৩ ছক্কা, তানজিমের ওভারে ২ বাউন্ডারিতে নিজের আওতায় খেলা নিয়ে নেন স্বাগতিক দলনেতা।
পরিস্থিতি এমন দাঁড়ায়, ১৮ বলে ২০ রান দরকার পড়ে উইন্ডিজদের। এসময় তাসকিন রাদারফোর্ডকে ফিরিয়েছেন ২২ (১৭) রানে।
১২ বলে ১৮ রানের সমীকরণে তানজিম পরীক্ষা দেন। এরপর শেষ ওভারে জিততে ১০ রানের প্রয়োজন পড়ে স্বাগতিকদের।
প্রথম বলে আলজারি জোসেফ এক রান নিয়ে পাওয়েলকে স্ট্রাইক দিয়েছেন। দ্বিতীয় বল ডট খেলে তৃতীয় বলে এজ হয়ে ৬০ (৩৫) রানে ফিরেছেন এই ভয়ংকর হয়ে ওঠা ব্যাটার। চতুর্থ বলে আরেকটি সিঙ্গেল হওয়ার পর, জোসেফের স্টাম্প ভেঙে বাংলাদেশের জয় নিশ্চিত করেন হাসান।
বাংলাদেশের পক্ষে বল হাতে শেখ মেহেদী একাই ৪ উইকেট সংগ্রহ করেন।
এম এইচ/ জেডএস/