খেলাধুলা

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: এসিসি

এশিয়া কাপে সুপার ফোর আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের। আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিপক্ষে দাপটের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের দল।

প্রথমে বাংলাদেশ দল ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। এরপর ১৪.৫ ওভারে ২৯ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া। এতে ১২০ রানের বড় জয় পায় বাংলাদেশ।

মালয়েশিয়ার হয়ে দুই ডিজিটের রান করেননি কী। ইনিংস সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া। ৩ রান করেন দুইজন, ২ রান করেন একজন, ১ রান করেন চারজন। কোনো রান না করেই বিদায় নিয়েছেন ৩ জন। বাংলাদেশ দল ১২ রান দিয়েছেন অতিরিক্ত খাত থেকেই।

বাংলাদেশের পক্ষে বল হাতে নিশিতা আক্তার একাই ৫ উইকেট নিয়েছেন।

এর আগাএ ব্যাট হাতে লাল-সবুজের পক্ষে সর্বোচ্চ ৪৫ (৪৫) রান করেন জান্নাতুল মাওয়া। সাদিয়া আক্তার ১৯ বলে খেলেন ৩১ রানের ইনিংস। ৮৭ রানেই ৫ উইকেট পতনের পর মাওয়া ও সাদিয়ার জুটিতেই ৪৪ বলে ৬২ রান যোগ করেছে বাংলাদেশ দল।

ওপেনার ফাহমিদা ছোঁয়া ২৬ ও মোসাম্মদ ইভা ১৯ রানের ইনিংসে ৪৫ রানের উদ্বোধনী জুটি আসে।

সুপার ফোরে ভারত ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়াও সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। এই চার দলের মধ্যে পয়েন্টের দিক থেকে শীর্ষ দুই দল ২২ ডিসেম্বর ফাইনাল খেলবে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন