তথ্য-প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে অ্যাপল ও গুগল থেকে টিকটক মুছে ফেলার হুঁশিয়ারি আইন প্রণেতাদের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের পথে চীনাভিত্তিক জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক। আগামী ১৯ জানুয়ারির মধ্যে তাদের ব্যবসা বিক্রি করতে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স-কে জানানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ মানা না হলে অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা। তারা বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া খুবই জরুরি।

তগেলো মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি আইন পাস করে বলা হয়েছিল চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের কার্যক্রম বিক্রি করতে হবে। এই সময়সীমা ঘনিয়ে আসায় গুগল এবং অ্যাপল-কে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আসছে বছরের ১৯ জানুয়ারির মধ্যে অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে টিকটক মুছে ফেলতে বলা হয়েছে।

ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসের কমিটি অন চায়নার চেয়ারম্যান জন মুলেনার এবং শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রাজা কৃষ্ণমূর্তি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে টিকটক এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেতাদের দাবি, এই আইন কার্যকর হলে নতুন ব্যবহারকারীরা আর অ্যাপটি নামাতে পারবেন না। পাশাপাশি বিদ্যমান সেবাও বন্ধ হয়ে যাবে। ফলে আসছে ১৯ জানুয়ারির পর যুক্তরাষ্ট্রে টিকটক কার্যত অকার্যকর হয়ে পড়বে।

অন্যদিকে অ্যাপল ও গুগল এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে সরানো হলে আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা টিকটক ডাউনলোড বা হালনাগাদ করতে পারবেন না।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন