জাতীয়

রাতেই ঢাকা ছাড়ছেন ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবি: সংগৃহীত

উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ এর সম্মেলনে অংশ নিতে আজ (মঙ্গলবার) রাতে মিসর যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  রাত ১টার দিকে  মিশরের রাজধানী কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

উপপ্রেস সচিব বলেন, ডি-৮ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও একাধিক দেশের সরকারপ্রধান যোগ দেবেন। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান মালয়েশিয়া শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়া একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের নিজ নিজ দেশের  প্রতিনিধিত্ব করবেন।

কায়রোতে অনুষ্ঠাতব্য ডি-৮ শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোস ইকোনমি। সম্মেলনটি ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও  এমএসএমই (ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের শিল্প খাত) ইস্যুতে সংস্থাটির গুরুত্বকে তুলে ধরে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে গেলো ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গেলো ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের তৃতীয় বিদেশ সফর। তাঁর প্রথম বিদেশে সফর ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির নিউইয়র্কে জাতিসংঘের ৭৯ তম সাধারণ অধিবেশনে অংশ নিতে ওই সফর করেন ড. ইউনূস। পরবর্তীতে সফর ছিল আজারবাইজান। গেলো নভেম্বরে দেশটির রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়েছে কপ ২৯ জলবায়ু সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে তিনি আজারবাইজান সফর করেন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন