দেশের সঙ্গে দেশের সম্পর্ক হবে, ব্যক্তির সঙ্গে নয় : সারজিস
বাংলাদেশের মানুষ ভারতবিরোধী নয়। বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। যে মোদি মুসলমানদের রক্তের ওপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, সম্পর্ক হবে দেশের সঙ্গে দেশের, ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয়। দলের সঙ্গে দলের নয় বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুরের ফাইভ স্টার মাঠে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সারজিস বলেন, খুনি হাসিনা যা করেছে তার নির্মম পরিণতি হয়েছে, এর থেকে লজ্জাজনক বিদায় বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর হয়নি। এই ক্ষমতা পিপাসু নারীর যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তাহলে তিনি মরণের পূর্বে বাংলাদেশে পা রাখবেন না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে চাই।
তিনি বলেন, যেই হাসিনা তার পরিবারের সদস্যদের হত্যার ও তার কথা সামনে রেখে অনেক অপরাধী কিংবা নিরপরাধী মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। অসংখ্য আলেমকে জেল খানায় বন্দি করে রেখেছিলেন। যখন দুই হাজার মানুষকে হত্যা করেছে তার ফাঁসি এ বাংলাদেশে হওয়া উচিত৷
হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, খুনি হাসিনা সরকারের দোসরদের বলে দিতে চাই আপনারা যে তলায় লুকান না কেন বাংলাদেশের মানুষ আপনাদের খুঁজে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে।
প্রসঙ্গত, মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজনৈতিক জেলা সৈয়দপুরের সভাপতি আব্দুর গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।
আই/এ