শুক্রবার থেকে ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের প্রভাবে আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে সারাদেশে বৃষ্টির পুর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।
বার্তায় বলা হয়, লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মাঝারি থেকে থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমে বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড় না হলেও এর প্রভাবে ব্যাপক বৃষ্টি হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বেশি হবে। আগামী ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন বৃষ্টি থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি বৃষ্টি হবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা ও সিলেটের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আই/এ