বাংলাদেশে ইমোর ৬ লাখ অ্যাকাউন্ট বন্ধ
বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আর এই নিরাপত্তা বজায় রাখতে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো নিয়েছে কঠোর পদক্ষেপ। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কমিউনিটি গাইডলাইন ভঙ্গের অভিযোগে বাংলাদেশে বন্ধ করা হয়েছে ৬ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট।
ইমো জানিয়েছে, তাদের লক্ষ্য একটি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক কমিউনিটি তৈরি করা। এ কারণেই প্ল্যাটফর্মটি সপ্তাহের ৭ দিন, ২৪ ঘণ্টা এআই প্রযুক্তির সহায়তায় পাবলিক কনটেন্ট পর্যবেক্ষণ করে। পাশাপাশি, ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে ক্ষতিকর কর্মকাণ্ড চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়।
ইমো জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে ব্যবহারকারীদের রিপোর্ট করা ৯০ হাজার বিদ্বেষমূলক কেস চিহ্নিত করা হয়েছে। এ ধরনের কনটেন্ট কমিউনিটির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইমোর কমিউনিটি গাইডলাইন অনুযায়ী, সব ব্যবহারকারীর জন্য একই নিয়ম প্রযোজ্য, যা একটি স্বচ্ছ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।
অক্টোবর মাসে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতনতা বাড়াতে ইমো আরও জোর দেয়। তারা ব্যবহারকারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করে এবং তাদের প্ল্যাটফর্মে নতুন ফিচার ও উন্নয়ন আনে।
জেডএস/