জাতীয়

সংঘর্ষে নিহত চার, ইজতেমার মাঠ ছাড়ছেন মুসল্লিরা

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে  ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের আহ‌মেদ ও মাওলানা সাদ কান্দল‌ভি অনুসা‌রীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ইজতেমা মাঠ ও তার আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করায় মাঠ ছাড়তে শুরু করেছেন মুসুল্লিরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

নিহতের ঘটনায় শোক প্রকাশ করে উপদেষ্টা বলেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুকিচিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় সরকার অবশ্যই নেবে

ইজতেমার তারিখের বিষয়ে তিনি বলেন, বিবদমান গ্রুপগুলোর আলোচনা চলছে এবং সরকার চায়, তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক। হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই।

এদিকে দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণার পরে ইজতেমা ময়দান ছাড়তে শুরু করেন মুসল্লিরা। তাদের শামিয়ানা কাঁধে নিয়ে বাস, ব্যক্তিগত গাড়ি ও পিকআপে করে কিংবা পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন