রাহাত ফাতেহ আলীর কনসার্টের দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকবে টোল ফ্রি
রাহাত ফাতেহ আলীর কন্সার্ট উপলক্ষ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল ফ্রি রাখার সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ। এদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রিতে প্রবেশ করতে পারবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্ট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজন মাহি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আগামী শনিবার (২১ ডিসেম্বর) আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলিউশন’ শীর্ষক কনসার্টের আয়োজন করে ‘স্পিরিটস অব জুলাই’ প্লাটফর্ম। এই কনসার্টে পারফর্ম করতে পাকিস্তান থেকে ঢাকায় আসছেন বিশ্বখ্যাত শিল্পী রাহাত ফাতেহ আলী খান।
মহি বলেন, জনদুর্ভোগ কথা চিন্তা করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্তৃপক্ষ শনিবার ২টা থেকে রাত ১১ পর্যন্ত এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া সেনাবাহিনী জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনি গেট দুপুর ২টা থেকে রাত ১১ টা পর্যন্ত খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, কনসার্টের দিন ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফ-রোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে।
আগামী ১৮ ডিসেম্বর আয়োজিত হতে যাওয়া এই চ্যারিটি কনসার্টে শিক্ষার্থীদের জন্য থাকবে টিকিট মূল্যের উপর বড় ছাড়। আর্মি স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী। ইকোস অব রেভ্যুলিউশন কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত ফতেহ আলী খান। এদিন আরও পারফর্ম করবেন ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ, র্যাপার সেজান, র্যাপার হান্নান ও সিলসিলা।
এমআর/ জেডএস/