নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
বাংলাদশকে হেসেখেলে হারালো ভারত
মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোরের শুরুটা ভালো হলো না। ভারতের কাছে বড় হার দিয়ে সূচনা করতে হলো বাংলাদেশকে। সুমাইয়া আক্তারের দল প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮০ রান তুলতে সক্ষম হয়। জবাবে ১২.১ ওভারে সেই রান ৮ ওভারে টপকে গেছে ভারতের মেয়েরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে কুয়ালালামপুরের বায়োমাস ওভালে বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয়েছিল দুই দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল ভারত। বাংলাদেশ দলের ব্যাটিংয়ে পুরোপুরি নাকাল অবস্থা দেখা গেছে। কেবলমাত্র ইভা ও ফাহমিদা ছোঁয়ার উদ্বোধনী জুটিতে ২৭ রান এসেছে।
এরপর বিরতি দিয়ে উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। শেষদিকে নিশিতা আক্তার ও হাবিবা ইসলামের ১৮ রান কিছুটা এগিয়ে নিয়েছে বাংলার মেয়েদের। তবে তা খুবই সামান্য। ইভা ১৪ রান, ফাহমিদা ১০ রান, নিশি ১০ রান ও হাবিবা করেন ১১ রান। এই ৪ ব্যাটারের নামের পাশেই কেবল দেখা গেছে দুই অঙ্কের রান।
ভারতের পক্ষে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন আয়ুশি শুল্কা।
ভারতের দলীয় ১০ ও ২২ রানে উইকেট নিতে সক্ষম হয় বাংলাদেশ। তবে এত লক্ষ্যমাত্রায় এতে কোন লাভ হয়নি। এরপর আর কোনো উইকেট নেয়া যায়নি।
বরং গঙ্গাদি তৃষা ও নিকি প্রসাদের জুটিতে সহজ জয় নিশ্চিত করেছে ভারত। তৃষা ৪৫ বলে ১০ চারে ৫৮ রান ও প্রসাদ ১৫ দলে ২২ রানে অপরাজিত থেকে ভারতকে জয় এনে দিয়েছেন।
বাংলাদেশের পক্ষে দুইটি উইকেট নিয়েছেন আনিসা আক্তার সোবা।
সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল (শুক্রবার) নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল খেলতে হলে, নেপালের বিপক্ষে জয় বাদেও অন্য দলের ওপরও নির্ভর করতে হবে বাংলাদেশকে।
এম এইচ//