খেলাধুলা

শেষ ম্যাচ জিতে খুশি মনে বাড়ি ফিরতে চান সিমন্স

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ ম্যাচটি আগামীকাল (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ম্যাচটি জিততে পারলে উইন্ডিজদের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা। দলীয় কোচ ফিল সিমন্সের নিজ আবাসভূমি ওয়েস্ট ইন্ডিজ। নিজ দেশের বিরুদ্ধে এমন এক ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতে বাংলাদেশ। ছয় বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় বাড়তি আনন্দ যোগ করেছে। আবার যখন ক্যারিবিয়ান মাটিতে এই অর্জন, তখন তার মাত্রা আরও একটু বেশি।

ম্যাচের আগে আজ গণমাধ্যমের সামনে এসে বাংলাদেশ কোচ সিমন্স বলেন, কোনো দলের দায়িত্ব নেয়ার পর যেভাবে কাজ করি, এখানেও তাই করছি। হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়।‘

তিনি যোগ করেন, শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি থেকে বাড়ি ফিরতে চাই। ছেলেরা কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়, তারা যেন জানে তাদের করণীয় কী।’

হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের অন্তত কিছু জায়গায় পূর্ণতা থাকবে। ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানরা একেবারে সহজভাবে প্রতিটি ম্যাচ জিতেছে। সেখান থেকে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের ফিরে আসা ভালো বার্তা দেয়।

সিমন্স বলেন, 'আপনি সবসময় আগের চেয়েও ভালো পারফরম্যান্স চাইবেন। ওয়ানডে সিরিজ হারের পরও ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। যদিও ওয়ানডেতেও আমরা ভালো খেলেছি।'

শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী সিমন্স জানান, 'আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলোচনা করেছি কীভাবে জেতা সম্ভব। প্রথম ম্যাচে এবং দ্বিতীয়টিতেও, এবার তৃতীয় ম্যাচ নিয়ে বসব কীভাবে জেতা যায়। আমাদের জয়ের সামর্থ্য আছে।' 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন