বিনোদন

আজ মুক্তি পাবে মেহজাবীনের সিনেমা 'প্রিয় মালতী'

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমায় আজ অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরীর। শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে তার প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। সামাজিক, অর্থনৈতিক, এবং মানসিক সংগ্রামের প্রেক্ষাপটে নারীদের জীবনের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নাম ভূমিকায়।

মেহজাবীন এর আগে অসংখ্য হিট নাটক এবং প্রশংসিত ওয়েব ফিল্ম উপহার দিয়েছেন। তবে এবার বড় পর্দায় তার অভিষেককে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সিনেমাটি রাজধানীসহ দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, যার মধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, এবং বিজিবি সিনেমা অন্যতম।

মুক্তির আগে ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে। এই স্বীকৃতি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় মেহজাবীনের সঙ্গে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরীসহ আরও অনেকে। প্রত্যেকে তাদের চরিত্রে সুনিপুণ অভিনয়ের মাধ্যমে গল্পে প্রাণ এনেছেন।

‘প্রিয় মালতী’ সিনেমাটি নারীদের দৈনন্দিন জীবনের লড়াই এবং তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণামূলক গল্প নিয়ে তৈরি। এর মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি এবং নারীদের আত্মপ্রতিষ্ঠার সংগ্রামকে তুলে ধরা হয়েছে।



জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন