দেশজুড়ে

ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।মামলায় আত্মসমর্পণ করা তিন ডাকাত লিয়ন মোল্লা,আরাফাত ও সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম

তিনি জানান, গ্রেপ্তার তিন আসামিকে আজ বিকেলে আদালতে তুলে ৭ দিন করে রিমান্ড আবেদন করা হবে।

গতকাল দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতদল প্রবেশ করে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। পরে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর যৌথ বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেন।

এমন ঘটনা কল্পনাও করতে পারছেন না এলাকাবাসী। আতঙ্কের কথা জানিয়ে স্থানীয়রা দাবি করছেন, এমন ঘটনা যাতে আর না ঘটে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন