শপথ নেয়ার আগেই বড় ধাক্কা খেলো ট্রাম্প!
আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতায় বসার আগেই বড় রকমের ধাক্কা খেলেন এই হবু প্রেসিডেন্ট। ট্রাম্প সমর্থিত একটি অর্থ বিল দেশটির নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হতে ব্যর্থ হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য এই অর্থ বিল, যা বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়। তবে ট্রাম্পের দল রিপাবলিকানের বেশ কিছু আইনপ্রণেতা বিলটির বিরুদ্ধে ভোট দেয়।
বিলটি পাস হতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে দেখা দিয়েছে সংকট। আগামীকাল শনিবার থেকে কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। যা শাটডাউন নামে পরিচিত।
বৃহস্পতিবার বিলটির পক্ষে ভোট পড়ে ১৭৪টি। আর বিপক্ষে ২৩৫টি। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন তাঁর দল রিপাবলিকান পার্টির ৩৮ জন আইনপ্রণেতা। এর ফলে দলটির মধ্যেও দেখা দিয়েছে ফাটল।
শাটডাউন হলে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারের বিভিন্ন বিভাগে অচলাবস্থার সৃষ্টি হবে। বিমানবন্দরে চলাচল ব্যাহত হবে। সে ক্ষেত্রে আসন্ন ক্রিসমাসের ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে সরকারি তহবিলের মেয়াদ শেষ হবে। বিলটি পাস হলে তা তহবিল জোগানোর মেয়াদ বাড়াত। বিলটি পাস হতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসনের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। কিন্তু তিনি বিস্তারিত কিছু বলেননি। তিনি শুধু বলেছেন, আমরা আরেকটি সমাধান নিয়ে আসব।
এনএস/