অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ
নেপালকে হারিয়ে উনিশের বাংলা মেয়েরা ফাইনালে
মেয়েদের ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ কুয়ালালামপুরে সুপার ফোরের শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে লাল-সবুজের দল।
বৃষ্টির কারণে ১১ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে নেপাল ৮ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করে। জবাবে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।
বেউইয়েমাস ওভালে বৃষ্টির দেখা মিলেছিল। যার ফলে ওভার কমিয়ে আনতে হয়। টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। চমৎকার বোলিংয়ে মাত্র ৫৪ রানেই নেপালকে আটকে দিতে পারে সুমাইয়া আক্তারের দল।
ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম দলের পক্ষে ১ টি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে মোসাম্মাত ইভা ১৮ রানের ইনিংস খেলে বিদায় নেন। এরপর ফাহমিদা ছোঁয়া ও সুমাইয়া আক্তার মিলে খেলা শেষ করেন। ৩ বাউন্ডারিতে ৩২ বলে ২৬ রান করেন ফাহমিদা। সুমাইয়া খেলেন ৬ বলে ১০ রানের ইনিংস।
বাংলাদেশ দল ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
আজ দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারতের মেয়েরা। সুপার ফোরে চার ম্যাচে ৩ জয় ও পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্টসহ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। নেপাল ও শ্রীলঙ্কার পয়েন্ট যথাক্রমে ৩ ও ৪।
আগামী ২৩ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
এম এইচ//