নতুন সুবিধা নিয়ে এলো ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তার অভিজ্ঞতা এবার আরও সহজ হতে চলেছে! ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন এক সুবিধা চালু করেছে। এখন ব্যবহারকারীরা সরাসরি ফোনকলে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে পারবেন।
চ্যাটজিপিটির সঙ্গে কথা বলার জন্য ফোনের কন্টাক্ট লিস্টে যুক্ত করতে হবে ‘১-৮০০-চ্যাটজিপিটি’ নম্বর। এরপর সরাসরি এই নম্বরে কল করে যেকোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা প্রতি মাসে ১৫ মিনিট বিনা মূল্যে এই সুবিধা উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে এটি অন্যান্য দেশেও চালু হবে।
নতুন নমুনায় দেখা গেছে, ভ্রমণের সময় ব্যবহারকারীরা চ্যাটজিপিটিকে আশপাশের দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানতে কল করেছেন। চ্যাটজিপিটি তাৎক্ষণিকভাবে তাদের লোকেশন বুঝে প্রাসঙ্গিক তথ্য এবং সেখানে যাওয়ার দিকনির্দেশনা দিয়েছে। এই সুবিধা চ্যাটজিপিটিকে ব্যক্তিগত সহকারীর মতো আরও কার্যকর করে তুলবে।
ওপেনএআই জানিয়েছে, ফোনকল বা হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের তথ্য চ্যাটজিপিটির মডেলের প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। ফলে ব্যবহারকারীরা নিশ্চিতভাবে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।
ওপেনএআইয়ের প্রধান পণ্য কর্মকর্তা কেভিন ওয়েইল বলেন, 'আমাদের লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষের জন্য আরও উপকারী করে তোলা। এই নতুন সুবিধা আমাদের সেই লক্ষ্য অর্জনে একটি বড় পদক্ষেপ'।
জেডএস/