আন্তর্জাতিক

সিরিয়ায় পররাষ্ট্র-প্রতিরক্ষামন্ত্রী পদে শারা ঘনিষ্ঠ বিদ্রোহীরা

সিরিয়ার নতুন শাসক পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছেন। বাশার আল আসাদ সরকারের পতনের দুই সপ্তাহ পর আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র বরাতে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

শনিবার নতুন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আসাদ হাসান আল সিবানি। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মুরহাফ আবু কাসরা। আবু কাসরা আবু হাসান ৬০০ নামেও পরিচিত। তিনি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের( (এইচটিএস) একজন জেষ্ঠ্য নেতা। 

আলজাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে, আবু কাসরা ও আল শিবানি দুজনই এইচটিএস নেতা ও সিরিয়ার অঘোষিত শাসক আহমেদ আল শারার খুবই ঘনিষ্ঠ। অন্তর্বর্তী সরকারে এখন পর্যন্ত মোট ১৪ জন মন্ত্রী নিয়োগ পেয়ছেন। এদের সবাই আল শারার ঘনিষ্ঠ সহযোগী কিংবা বন্ধু।

এদিকে অন্তর্বর্তী সরকার শারা ঘনিষ্ঠ ব্যক্তিরা নিয়োগ পাওয়ায় প্রশ্ন উঠছে, এইচটিএস কি সিরিয়ার সরকার গড়ছে নাকি দলটি নিজেদের সরকার গড়ছে।

 

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন