খেলাধুলা

প্রথম শ্রেণির ক্রিকেটে জ্যোতির ইতিহাস

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মেয়েদের জন্য প্রথম শ্রেণির ক্রিকেট একেবারেই নতুন। দুই দিন হয়েছে মাত্র লিগ শুরু হয়েছে। এরমধ্যে মেয়েদের বিসিএলে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের ম্যাচ চলছে। প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের হয়ে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন নিগার সুলতানা।

গতকাল পর্যন্ত ৮৫ রানে অপরাজিত ছিলেন নিগার। আজ জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে ২১৫ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন বাংলাদেশ অধিনায়ক। তিন নম্বরে ব্যাট করতে নেমে ২০ চার ও ২ ছক্কায় অপরাজিত ছিলেন।

বিসিএলে অবশ্য সেঞ্চুরির সম্ভাবনা তৈরি হয়েছিল আরও। উত্তরাঞ্চলের হয়ে ফারজানা হক প্রথম দিন ৮৬ রানে আউট হন। পূর্বাঞ্চলের শারমিন আখতার ৮৮ রান করে আউট হয়েছেন। দক্ষিণাঞ্চলের আয়েশা রহমান ৯৪ রান করে আউট হয়েছেন।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান আল শাহরিয়ার রোকন। ছেলেদের ক্রিকেটে তিনি ১৯৯৭ সালে সেঞ্চুরি করেন।

এম এইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন