খেলাধুলা

এনসিএল টি-টোয়েন্টির শিরোপা জিতলো রংপুর

ছবি: সংগৃহীত

অদ্ভুতুড়ে এক ফাইনাল ম্যাচ!

রংপুর বিভাগের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানে অলআউট হয়েছে ঢাকা মেট্রো। সেই রান তাড়া করতে গিয়ে উইকেট হারানোর মিছিলে যোগ দেয় রংপুর। তবে শেষপর্যন্ত নিজেদের সামলিয়ে নিয়ে ১১.২ ওভারে ৫ উইকেটের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর।

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন হিসেবে লেখা হলো রংপুর বিভাগের নাম।

ঢাকার দেয়া অল্প লক্ষ্যমাত্রা পেরোতে গিয়ে চাপে পড়ে রংপুর। মাত্র ১৮ রান তুলতে ৪ উইকেট হারায় তারা। একে একে আব্দুল্লাহ আল মামুন, নাইম ইসলাম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক আকবর আলী প্যাভিলিয়নের পথ ধরেন। কারও রান দুই অঙ্কের ঘরে পৌঁছায়নি।

এরপর আরিফুল হক ও তানভীর হায়দার মিলে কিছুটা গতি ফেরান ম্যাচে। আরিফুল ১১ বলে ১৪ রান করে ফিরে যান। তখন দলের রান ৪২। ম্যাচের বাকিটা আনামুল হক আনাম ও তানভীর মিলে শেষ করেন। আনামুল ৯ বলে ১৪ রান করে ও তানভীর ২০ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন।

ঢাকার পক্ষে বল হাতে আলিস আল ইসলাম সর্বোচ্চ ২ টি উইকেট নিয়েছেন।  

এর আগে মুকিদুল ইসলাম মুগ্ধ ও আল-আমিন বাবুর বোলিং তোপ সামলাতে পারেনি ঢাকা। মুকিদুল ও আল-আমিন দুজনেই ৩ টি করে উইকেট নিয়েছেন। এমনকি নিজের করা প্রথম ২ ওভারেই ৩ উইকেট তুলেছেন মুকিদুল।

নাইম শেখ, শামসুর রহমান, মোসাদ্দেক হোসেন- তারা সবাই ব্যাট করতে নেমে একে একে ব্যর্থ হয়েছেন। ঢাকার প্রথম ৫ উইকেটের পতন হয় দলীয় ১৬ রানেই। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করছেন শামসুর রহমান। শামসুরের পর ঢাকার পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন আবু হায়দার রনি, তিনি করেন ১০ রান। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন