মন্ত্রী হলে ২ বছরেই রেলের অব্যবস্থাপনা দূর করবো: রনি
রেলের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে মন্ত্রী দুই বছরের কথা বলেছেন। আমি এ দুই বছরেই করে দেখাব। যদি আমার দাবিগুলো বাস্তবায়ন করতে না পারেন, দুই বছর আমাকে দায়িত্ব দিক; আমি এটা করে দেখাব। বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম ও রেলের মহাপরিচালকের আমন্ত্রণে রেল ভবনে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মহিউদ্দিন রনি বলেন, রেলমন্ত্রী বলেছেন, আমার দাবিগুলো এক মাস, তিন মাস, ছয় মাস বা এক বছর, দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব না।
তিনি বলেন, মন্ত্রী দুই বছরের কথা বলেছেন যে সম্ভব নয়। আমি এ দুই বছরেই করে দেখাব। যদি আমার দাবিগুলো বাস্তবায়ন করতে না পারেন, দুই বছর আমাকে দায়িত্ব দিক; আমি এটা করে দেখাব।
মহিউদ্দিন রনি বলেন, আমি সন্তুষ্ট নই। আমি তাদের বলব, যে কথাগুলো আমাকে বারবার বলছেন; সেগুলো জনগণকে বলে দেন। আমি আর কিছুদিন অপেক্ষা করব। এরমধ্যে দাবি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে নামবো।
তিনি বলেন, মন্ত্রী বলেছেন, আমার দাবিগুলো এভাবে না বলে তাকে সরাসরি এসে বলতে। কিন্তু রেল ভবনে তো আমাকে ঢুকতেই দেয়নি। এমন একটা প্রতিকূল অবস্থা তারা তৈরি করেছিলেন যে পারলে মেরেই ফেলে।
গেলো ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন মহিউদ্দিন রনি। পরে তাকে রেলওয়ের অংশীজন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
উম্মে রুম্মান