লাইফস্টাইল

ঘরের সৌন্দর্য বাড়াতে গাছের জাদু

ছবি: ফ্রিপিক

ঘরের ভেতর একটুখানি সবুজ পরিবেশ কি আপনারও ভালো লাগে? ব্যস্ত যান্ত্রিক জীবনে একটুখানি প্রাকৃতিক ছোঁয়া দিতে পারে দারুণ প্রশান্তি। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি কিছু ইনডোর গাছ দূষণমুক্ত রাখে আপনার ঘর এবং বাড়ায় মানসিক স্বস্তি। তাহলে চলুন জেনে নিই, কীভাবে ও কোন গাছ দিয়ে সাজাবেন আপনার ঘর।

 

বনসাই

বনসাই হলো ছোট আকৃতির গাছ, যা একটি জাপানিজ আর্ট ফর্ম। এটি ঘরের সাজসজ্জায় নতুন মাত্রা যোগ করে। এর যত্ন খুব বেশি প্রয়োজন হয় না, তাই এটি দারুণ জনপ্রিয়।

মানি প্ল্যান্ট


পানি ও মাটিতে দুইভাবেই মানি প্ল্যান্ট বেড়ে ওঠে। এটি বাথরুম, রান্নাঘর বা অন্ধকার জায়গাতেও রাখা যায়। তবে লতানো গাছ হওয়ায় মাঝে মাঝে এর ডাল ছেঁটে দিতে হয়।

ক্যাকটাস


ক্যাকটাস হলো একেবারেই কম যত্নের গাছ। এটি প্রাকৃতিক আলোয় ভালো থাকে এবং সামান্য পানি প্রয়োজন হয়। গ্রীষ্মে সপ্তাহে একবার এবং শীতে তিন সপ্তাহে একবার পানি দিলেই চলবে। ঘরের কোণে রাখার জন্য এটি আদর্শ।

ডেভিলস আইভি


এই লতানো গাছটি শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং এটি ঘরের বায়ু পরিষ্কার রাখে। অল্প পানি দিলেই এটি বেড়ে ওঠে। ঝুলিয়ে রাখার জন্য এটি বেশ উপযুক্ত এবং দেখতে খুবই আকর্ষণীয়।

স্পাইডার প্ল্যান্ট


এই গাছটি ঘরোয়া আলোয় ভালো থাকে। চিকন পাতাগুলো গুচ্ছাকারে চারদিকে ছড়িয়ে থাকে বলে একে স্পাইডার প্ল্যান্ট বলা হয়। জানালার পাশে বা বারান্দায় রাখার জন্য এটি উপযুক্ত।

স্নেক প্ল্যান্ট


অন্ধকারেও ভালোভাবে বেড়ে ওঠা এই গাছ ঘরের পরিবেশ দূষণমুক্ত রাখে। এর পাতা সাপের চামড়ার মতো দেখতে বলে একে স্নেক প্ল্যান্ট বলা হয়। কম পানিতেই এটি দীর্ঘদিন ভালো থাকে।

পুদিনা


পুদিনা শুধু সৌন্দর্যই নয়, এটি স্বাস্থ্য উপকারিতার জন্যও পরিচিত। এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং ওজন কমাতেও সাহায্য করে। খুব সহজেই বারান্দা বা জানালার পাশে রাখা যায়।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন