শেখ হাসিনাকে ফেরানো
দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা
প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে গতকাল সোমবার দিল্লিকে একটি কূটনৈতিক নোট দিয়েছে ঢাকা। ভারতের কাছ থেকে এই চিঠির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ নিবে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।
মুখপাত্র রফিকুল আলম বলেন, ‘গতকাল (সোমবার) কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের জানামতে, সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে আমরা কোনো মন্তব্য করব না, বরং অপেক্ষা করব ভারতের সরকারের জবাবের জন্য। সেই জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।’
গেলো ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেই শেখ হাসিনা। পরে বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের অনেক মন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল।
এনএস/