বড়দিনের পরপরই জেফ বেজোস-সাংবাদিক লরেনের বিয়ে
দীর্ঘ আট বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোস।
পাত্রী সেই লরেন সানচেজ যিনি সাংবাদিক, উপস্থাপক, অভিনেত্রী ও একজন হেলিকপ্টার পাইলট হিসেবে পরিচিত।
এ সপ্তাহের শেষ নাগাদ অর্থাৎ বড়দিনের পরপরই ব্যবসায়ী জেফ আর সাংবাদিক লরেনের বিয়ে হতে চলেছে। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিলাসবহুল বিয়ের পর অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিয়ে তাঁক লাগিয়ে দেবে বিশ্ব অঙ্গন।–এমনটাই মনে করছেন নেটিজেনদের অনেকে।
জেফ বেজোসের পুরো নাম জেফরি প্রেস্টন জেফ বেজোস। তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা যিনি ই-কমার্সের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে আমাজন.কম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর বৃহত্তম খুচরা বিক্রেতায় পরিণত হয়। ২০১৩ সালে তিনি দ্য ওয়াশিংটন পোস্ট ক্রয় করেন।
নিউইয়র্ক টাইমসসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, বেজোস ও সানচেজ জুটি তাদের বিয়ে ও বড়দিন উদযাপন নিয়ে এরইমধ্যে বিশেষ গোপনীয়তা বজায় রেখেছেন।
বিয়ের তারিখ প্রকাশের আগে একাধিকবার নানা গুঞ্জন উঠেছিল এ জুটিকে নিয়ে। ২৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ নতুন জুটি। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যাসপেন শহরে বসবে তাদের ব্যয়বহুল বিয়ের আসর।
৫৫ বছর বয়সী লরেন আর ৬০ বছর বয়সী বেজোস বিয়ের দিনের আগে চলবে দুই দিনব্যাপী বিয়ের প্রাক প্রস্তুতি উৎসব। আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রকাশ পেয়েছে ১৮০ জন। যাদের মধ্যে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, জর্ডনের রানি কুইন রানিয়া এবং হলিউড তারকা লিওনার্দো ডিকাপ্রিওসহ এক ঝাঁক তারকা।
মার্কিন গণমাধ্যমগুলো বলছে, লরেনের জন্যই ২০১৯ সালের মাঝামাঝিতে স্ত্রী ম্যাকেঞ্জি স্কটের সঙ্গে ২৫ বছরের সংসারের ইতি টানেন জেফ। তাই আরাধ্য প্রেমিকাকে বিয়েতে ৬০০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার কোটি টাকারও বেশি) খরচ করবেন এ ধনকুবের।
পেজ সিক্স রিপোর্ট অনুসারে, স্কট বিবাহবিচ্ছেদের নিষ্পত্তিতে ৩৮ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন, যার অর্ধেক দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। স্কট বিশ্বের তৃতীয় ধনী নারী হয়ে ওঠেন কারণ তিনি অ্যামাজন স্টকের ২৫ ভাগ পেয়েছেন। যদিও বেজোস স্কটের প্রায় ২০ মিলিয়ন শেয়ারের উপর নিজের নিয়ন্ত্রণ বজায় রেখেছেন।
এদিকে, সানচেজ ২০২২ সালের নভেম্বরে প্রকাশ করেছিলেন যে তিনি ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা এবং মহাকাশে ভ্রমণের পরিকল্পনা করছেন। পূর্বে প্যাট্রিক হোয়াইটসেলের সাথে বিবাহিত সানচেজের দুটি সন্তান, এলা এবং ইভান রয়েছে।
পেজ সিক্স অনুসারে প্রাক্তন এনএফএল প্লেয়ার টনি গঞ্জালেজের সাথে তার একটি ২২ বছরের ছেলে নিকোও রয়েছে।
এমআর//