ফুটবল

‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’

‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’ গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা তিনজন দেখিয়ে দিলেন একজনকে।  এরপর ক্রিশ্চিয়ানো রোনালদো তার দিকে বল মারলেন। 

‘রোনালদোকে থামাতে কতজন গোলরক্ষকের প্রয়োজন?, ইউটিউবার মিস্টার বিস্টের সঙ্গে এমন শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে রোনালদোর ইউটিউব চ্যানেল থেকে। 

সেই ভিডিওতে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতায় নামেন পর্তুগিজ মহাতারকা। এ সময় রোনালদোর শট ঠেকাতে গোলপোস্টের সামনে প্রথমে দাঁড়ান বিস্ট একাই। এরপর একে একে আরও তিনজনকে যুক্ত হন। 

একদম শেষ পেনাল্টি নেওয়ার সময় রোনালদো বলেন, সবাই সাবধান হও, এবার আমি জোড়ে মারবো। আর তখনই রোনালদোর দ্রুতগতির শট থেকে বাঁচতে মিস্টার বিস্ট একজন দেখিয়ে দিয়ে বলেন, সে তোমাকে পছন্দ করে না।  সে বলেছে তুমি সর্বকালের সেরা নও, মেসিই সেরা।  বিস্টের এ কথায় বাকি দুজনকেও সমর্থন দিতে দেখা যায়। 

এই কথায় প্রতিক্রিয়ায় রোনালদো বলেন, ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’ 

ভিডিওটি এবং বলা কথা সবই মূলত মজার ছলে করা। 

তবে ভক্তদের মাঝে যখন সর্বকালের সেরার প্রশ্ন আসে তখন মেসি ও রোনালদো ভক্তরা শ্রেষ্ঠত্বের বিতর্কে ভালোভাবেই জড়িয়ে পরেন।  এই বিতর্কে অনেক সময় কোচ ও খেলোয়াড়দেরও বিভক্ত হতে দেখা যায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন