বহু হতাহতের শঙ্কা
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের আকতাউ শহরে বুধবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৬৭ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিল।
আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি দেশটির রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে যাচ্ছিলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, তাদের একটি উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে যায়, তখন বিমানটিতে আগুন জ্বলছিলো। উদ্ধারকারী দল পৌঁছানো মাত্র আগুন নেভানোর কাজ শুরু করে। হতাহতদের পরিচয় সনাক্ত করা হচ্ছে। সেই সঙ্গে বিমানটিতে জীবিত কেউ রয়েছেন কি না-সেই সন্ধানও শুরু হয়েছে।
দেশটির পরিবহণ মন্ত্রণালয় বলছে, বিমানটিতে ৬২জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলো। যাত্রীদের মধ্যে ৩৭জন আজারবাইজেনের নাগরিক, ৬জন কাজাখস্তানের, ৩ জন কিরগিজিস্তানের ও ১৬ জন রাশিয়ার নাগরিক।