মেলবোর্নে ঝড় তোলা অস্ট্রেলিয়ান ওপেনারের কোচ এক বাংলাদেশি
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দর্শকরা আজ মন ভরে কিছু দৃশ্য উপভোগ করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে তরুণ এক ওপেনারের অভিষেক হয়েছে। ভারতের বিপক্ষে ১৯ বছর ৮৫ দিন বয়সের সেই ক্রিকেটারের নাম স্যাম কনস্টাস। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এত কম বয়সে কেউ ওপেন করতে নামেননি। আর ইতিহাস গড়া কনস্টাসের সাথে জড়িয়ে আছে এক বাংলাদেশির নাম, তিনি তাহমিদ ইসলাম।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ১১২ তোলে তারা। যেখানে কনস্টাসের ব্যাটিংয়ের কার্যকারীতা ছিল সবচেয়ে বেশি। তিনি ৬৫ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন। যেখানে ছিল ২ টি ছক্কা ও ৬ টি চারের মার। যে ইনিংসের শটগুলো দেখেই মূলত এমসিজির দর্শকদের মন ভরে যাওয়ার কথা।
এবার আসা যাক বাংলাদেশি তাহমিদের ব্যাপারে। কনস্টাসের ব্যক্তিগত কোচ তিনি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য এজ বলছে, প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো আগে কনস্টাসকে নিয়ে কাজ করেননি। এ ছাড়া কনস্টাসের বয়স বিবেচনা করে মেলবোর্নে তাঁর ব্যক্তিগত ব্যাটিং কোচকে নিয়ে আসার সুযোগ দেয়া হয়েছে। আর সেই কোচের নাম তাহমিদ ইসলাম।
তাহমিদ ও কনস্টাস দুজনেই সিডনিতে বসবাস করেন। সেখানকার ক্র্যানব্রুক স্কুলে কনস্টাসকেনিয়ে কাজ করেছিলেন তাহমিদ। এই অজি ওপেনারের মেন্টস হিসেবে কাজ করছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন।
দ্য এজ’কে তাহমিদ বলেন, ‘আমি তাকে (কনস্টাস) নিয়ে টেকনিক্যাল কাজগুলো করি। আর শেন খেলার মানসিক দিকগুলো দেখে। যেটা খুব ভালোভাবে কাজে দিচ্ছে। আমাদের তিনজনের সম্মিলিত পথচলাটা দুর্দান্ত।‘
তাহমিদ ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলে ছিলেন। তিনি সেবছর কোনো ম্যাচ খেলেননি। তাহমিদের জন্ম অস্ট্রেলিয়াতে। এবার অস্ট্রেলিয়া ক্রিকেটের নতুন এক আলোচিত মুখের সঙ্গে এক বাংলাদেশির নামও উচ্চারিত হবে, তাও কোচ হিসেবে।
এম এইচ//