বিপিএলে সাকিব না থাকায় সবাই হতাশ: সুজন
সাকিব আল হাসান খেলতে পারছেন না এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল শুরুর পর থেকে প্রতিটি আসরই খেলেছেন সাকিব। সাকিবের ভক্ত-সমর্থকদের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও ঢাকা ক্যাপিটালস কোচ খালেদ মাহমুদ সুজনও হতাশ এ ব্যাপারে।
সাকিবের বিষয়ে সুজনের মুখে বেশিরভাগ সময় ইতিবাচক কথা ভেসে উঠেছে। একাধিকবার সুজন-সাকিব একসঙ্গে কাজ করেছেন। এমনকি বিপিএলের দল ঢাকার হয়ে সাকিবের কোচ ছিলেন সুজন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয় সুজন বলেন, 'সারা দেশে সাকিবিয়ান তো অনেক। (দর্শক আগ্রহে) একটু তো প্রভাব ফেলবেই। কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব। বিশ্বের এক নম্বর ক্রিকেটার। সাকিব না থাকা তো আমাদের সবার জন্যই একটা...'
ক্রিকেটার হিসেবে সাকিব জনপ্রিয়। বাংলাদেশের ক্রিকেটে তার অবদানের কথা আলাদা করে না বললেও চলে। রাজনীতির সঙ্গে নাম জড়িয়ে সাকিবকে নিয়ে সমালোচনা চলছেই আর তার দেশে ফেরা নিয়েও নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিয়েছে। সুজন বলেন, 'সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটা সত্যি কথা। তবে সে যত দিন খেলে যাচ্ছে, এই সময়ে বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা মনে করি। হয়তো ক্যারিয়ারের শেষ দিকে এসে রাজনীতি করেছে। তবে সারা বাংলাদেশ ওকে চেনে ক্রিকেটার হিসেবে।‘
'ওর উত্থান ক্রিকেটার হিসেবে। সারা বিশ্বে পরিচিতি ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে সেটা আমি বলতে পারব না। তবে ওই ৭-৮ মাস সময়টা ওর এত লম্বা ক্যারিয়ারের সঙ্গে মিলিয়ে ফেললাম এটাই আমার কাছে সবচেয়ে অবাক লাগে। সেখানে আমরা যদি একটু বিচক্ষণতার পরিচয় দিতাম...'
এরপর সুজন জানান সাকিব না থাকায় হতাশার কথা, 'দেশের একটা ক্রিকেটার, দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে পারবে না। ক্রিকেটাররাও সবাই হতাশ আমার মনে হয়। সবাই হয়তো মাইকের সামনে বলতে পারে না। কিন্তু ক্রিকেটাররাও হতাশ। কারণ সাকিব সব ক্রিকেটারের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাইকে সব ভাবে সহযোগিতা করে সে। তো খারাপ লাগছে, এটাই।'
এম এইচ//