দুর্ঘটনা

সচিবালয়ের পুড়ে যাওয়া ভবনে মিললো কুকুরের মরদেহ

ছবি: সংগৃহীত

সচিবালয়ের পুড়ে যাওয়া সাত নম্বর ভবনের অষ্টম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিভে যাওয়ার পর, ফায়ার সার্ভিস ভবন তল্লাশি করতে গেলে কুকুরটির মরদেহ উদ্ধার করে। মরদেহটিকে ফরেনসিক বিভাগে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনে পুড়ে যাওয়া সাত নম্বর ভবনের অষ্টম তলা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ফায়ার ফাইটার মো. ইমরান শিকদার বলেন, কোনো ভবনে আগুন নির্বাপণ করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবন খুঁজে দেখা হয়। কারণ, সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারেন। সেই কাজ করার সময় তারা কুকুরের পুড়ে যাওয়া দেহটি খুঁজে পেয়েছেন।

এদিকে আগুনে ছাই হয়ে যাওয়া ৮ম তলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ছিল। এ সব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি, কম্পিউটারসহ সবকিছু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন