জাতীয়

সচিবালয়ে আগুন লাগার কারণ খুঁজতে নতুন কমিটি গঠন

সচিবালয়ে আগুন লাগার কারণ খুঁজতে নতুন করে আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে ৭ সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল তা বাতিল করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইমরান হোসেন সই করা অফিস আদেশে একথা জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহবায়ক করে আট সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, ঢাকা ক্যান্টনমেন্টের কমান্ডেন্ট সিএমটিডি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, এই কমিটি সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কিনা তা উদঘাটন, এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে এবং সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে।

অফিস আদেশে বলা হয়েছে- কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটি আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করবে।

এ অগ্নিকাণ্ডের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বৃহস্পতিবার গঠিত আগের কমিটি বাতিল করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন