নতুন মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম
বাবর আজম সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে ভালো করেননি। মাত্র ৪ রান করেই ফিরেছেন। এতেই এক রেকর্ডে পা দিয়েছেন তিনি। ব্যাট হাতে অবশ্য একেবারেই ভালো যাচ্ছে না এই ক্রিকেটারের সময়।
বাবর এখন তিন সংস্করণের ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে আগেই চার হাজার রান ছিল তার। আর এবার টেস্ট ক্রিকেটেও একই কীর্তিতে পা দিলেন বাবর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলছে পাকিস্তান। সেখানেই তিন নম্বরে ব্যাট করতে নেমে কোরবিন বোসকে একটি বাউন্ডারি মারেন। এতেই টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের ক্লাবে পা দেন বাবর। অবশ্য এই চার রান সঙ্গী করেই তাকে বিদায় নিতে হয় ডেন পিটারসেনের শিকার হয়ে।
ক্রিকেট ইতিহাসে কেবল তৃতীয় ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন বাবর। এর আগে ভারতের ভিরাট কোহলি ও রোহিত শর্মার নামে লেখা হয়েছে এই রেকর্ড।
এম এইচ//