টানা ১১ জয়ের মাইলফলক ছুঁয়ে কোপা দেল রে’র কোয়ার্টারে বার্সা
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা কোপা দেল রে’তে এবারও দারুণ ফর্মে নিজেদের ধরে রেখেছে। গত আসরে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল কাতালানরা। কিন্তু এবারে বড় অঘটনের শিকার হয়ে দ্বিতীয় স্তরের একটি দলের কাছে হেরে আগেই বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোসরা। সেই সুযোগ লুফে নিয়ে নিজেদের কাজ নিখুঁতভাবেই করছে বার্সেলোনা।
শেষ ষোলোর ম্যাচে প্রতিপক্ষ রেসিংয়ের মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল। যদিও ম্যাচের প্রথমার্ধে খুব একটা উজ্জ্বল ছিল না বার্সা। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে ফেররান তোরেস ও লামিনে ইয়ামালের গোলে কাঙ্ক্ষিত জয় নিশ্চিত করে তারা।
এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে জয় পেল বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টরা এর আগেও চারবার টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। তবে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ জয়যাত্রা ছিল ২০০৫-০৬ মৌসুমে, যখন তারা টানা ১৮ ম্যাচ জিতেছিল।
ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা নেয় ১৭টি শট, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে রেসিংয়ের ৬টি শটের ৩টিই লক্ষ্যে ছিল। নিরাপত্তাজনিত কারণে ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে। সুপারকোপা ফাইনালে রিয়ালের কাছ থেকে ‘গার্ড অব অনার’ না পেলেও, এই ম্যাচে সেই সম্মান জানায় রেসিং ক্লাব।
খেলার শুরুতেই একাধিক আক্রমণে সফরকারী বার্সাকে চাপে রাখার চেষ্টা করে রেসিং। তবে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দৃঢ়তায় সেই সব আক্রমণ রুখে দেয় বার্সা। প্রথমার্ধে ফ্লিকের শিষ্যরা উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে না পারলেও বিরতির পর ভিন্ন রূপে ফেরে দলটি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। ৪৭ মিনিটে লামিনে ইয়ামালের শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এরপর মার্কাস রাশফোর্ডের একটি শট রেসিংয়ের গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল জালে পাঠাতে ব্যর্থ হন তিনি। অবশেষে ম্যাচের ৬৬ মিনিটে ফার্মিন লোপেজের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশে গোল করেন ফেররান তোরেস।
এরপর রবার্ট লেভান্ডফস্কি, রাফিনিয়া ও পেদ্রি মাঠে নামলে আক্রমণের ধার আরও বাড়ে বার্সার। যোগ করা সময়ে রেসিং একটি বড় সুযোগ নষ্ট করে। ঠিক পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। রাফিনিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু খেলে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান লামিনে ইয়ামাল।
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় বার্সেলোনার। আগামী রোববার (১৮ জানুয়ারি) লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে কাতালানরা।
এসএইচ//