আন্তর্জাতিক

মনমোহন সিংয়ের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য, ভারতে ৭ দিনের শোক

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। পাশাপাশি বর্ষীয়াণ এই রাজনীতিবিদের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকারপ্রধান মনমোহন সিংয়ের মৃত্যুতে শুক্রবারের সরকারি সব কর্মসূচি বাতিল করা হয়েছে । জাতীয় শোক পালনের অংশ হিসেবে সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আর শোকের দিনগুলোতে কোনো আনুষ্ঠানিক বিনোদন থাকবে না

অন্যদিকে মনমোহন সিংয়ের দল কংগ্রেসের পক্ষ থেকে আগামী সাত দিনের জন্য প্রতিষ্ঠা দিবস উদযাপনসহ দলের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। এ সময়ে দলীয় পতাকাও অর্ধনমিত থাকবে।

বৃহস্পতিবার রাতে নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে মনমোহন সিং মারা যান। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে নাম লেখানো কংগ্রেসের বর্ষীয়ান এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯২ বছর। এক প্রতিবেদনে জানানো হয়েছে 

বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভোগা সাবেক এই প্রধানমন্ত্রী এদিন বাসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন