সংস্কার প্রশ্নে পিছপা হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না: সৈয়দা রিজওয়ানা
সংস্কার প্রশ্নে বেশ সচেতন থাকার বার্তা দিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এবার সংস্কার প্রশ্নে পিছপা হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা যদি ছকে ফেলা রাজনীতিকে বদলানোর চেষ্টা করি, বৈষম্য ভাঙার কথা বলি, এই যাত্রা কোনো দিনও সহজ হবে না। খুবই কঠিন রাস্তার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। তার জন্য আমাদের ধৈর্য রাখতে হবে।’
শুধু কাগজে-কলমে সংস্কার নয়, বরং এটা চর্চা করতে হবে। দেশের মানুষ যাতে সংস্কারের সুফল পায়। সংলাপে এসব কথাও উল্লেখ করেছেন এই উপদেষ্টা।
তিনি বলেন, প্রথাগত বিষয়গুলো এক দিনে ভাঙা যাবে না। পরিবর্তনের দায়িত্ব শুধু সরকারের নয়, সবাইকেই নিতে হবে। রাজনৈতিক নেতাদের ভূমিকাটা সেখানে অনেক বড়। শুধু কাগজে-কলমে সংস্কার করলে হবে না, এটা চর্চা করতে হবে, যাতে মানুষ সুফল পায়।
কেবলমাত্র নেতৃত্বের পরিবর্তন হলে হবে না, মানসিকতার পরিবর্তন দরকার। এমন মন্তব্য করে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কেবল নেতৃত্ব পরিবর্তিত হয়ে গেলে সব পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত মানসিকতার পরিবর্তন না আসে। ক্ষমতার প্রয়োগে জবাবদিহি আনা, জনগণের অংশগ্রহণের সুযোগ করে দেওয়াটা কখনো করা হয়নি।
কিছু সংস্কার আছে, যেগুলোর জন্য জাতীয় ঐকমত্য প্রয়োজন হবে। বড় ধরনের পরিবর্তন আনতে পারে তারুণ্য। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, কতগুলো সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজনে ছাড় দিতে হবে। হঠাৎ করে পরিবর্তিত হয়ে যাবে না, তবে বড় ধরনের পরিবর্তন তারুণ্যই আনতে পারবে।
সংস্কারের বিষয়ে সবার ঐকমত্য থাকতে হবে। এ ক্ষেত্রে কেউ কাউকে প্রতিপক্ষ ভাবা ঠিক নয়। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল হলেই পরিবর্তনের প্রক্রিয়া চালু থাকবে। সংলাপে এসব কথাও বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।
এম এইচ//