আন্তর্জাতিক

গাজার শেষ হাসপাতালটিও জ্বালিয়ে দিয়েছে ইসরাইল

ছবি: বিবিসি

গাজার উত্তরাঞ্চলের সর্বশেষ সক্রিয় কামাল আদওয়ান হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ইসরাইলি সেনারা হাসপাতালটিতে প্রবেশ করে সেখান থেকে শতাধিক রোগীকে জোরপূর্বক বের করে দেয়। এরপর হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ, ল্যাবরেটরি এবং গুদামে আগুন দেয় তারা।

শনিবার (২৮ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন দ্রুত হাসপাতালের সব ভবনে ছড়িয়ে পড়ে। উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু এল-রিশ এই ঘটনাকে মানবিকতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। কিছু ব্যক্তি ডায়ালাইসিস মেশিনের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু সেই পানিতে থাকা ক্লোরিনের কারণে তাঁদের হাত ও মুখ পুড়ে যায়।

ইসরাইলি সেনারা দাবি করেন , বেঈত লাহিয়ার এই হাসপাতালটিতে হামাসের শক্ত অবস্থান আছে। গেলো দুই সপ্তাহ ধরে হাসপাতালটিতে হামলা চালিয়ে আসছিলো ইসরাইল। ধারাবাহিক হামলার পর শুক্রবার (২৭ ডিসেম্বর) এই হাসপালাতে প্রবেশ করে তারা।

হাসপাতালে থাকা প্রায় ৪০০ জন রোগী ও কর্মীকে আটক করে ইসরায়েলি সেনারা। তাদের মধ্যে বেশ কয়েকজন পরে পায়ে হেঁটে জাবালিয়া আল-নোজলা এলাকায় পৌঁছান। তারা জানান, আটককালে সেনারা তাদের মারধর করে এবং ঠান্ডায় রাখে। আহত ও বৃদ্ধরাও এই নির্যাতনের শিকার হন।

ইসরায়েলি সেনারা হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়াকেও আটক করেছে। কিন্তু তার অবস্থান সম্পর্কে কেউ কিছু জানে না।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার স্বাস্থ্যব্যবস্থার পরিকল্পিত ধ্বংস করা হচ্ছে, যা হাজার হাজার মানুষের জীবন বিপন্ন করছে।

গেলো ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৪৫,৪৩৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১০৮,০৩৮ জন আহত হয়েছে। অন্যদিকে, ইসরাইলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি বন্দী হয়েছে।


জেডএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন