বাংলাদেশ

ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ভারতমার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল রাখতে হবে। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেনভারতমার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল রাখতে হবে। সবার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জনমানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠা হবে। তাই দেশের স্বার্থে সব রাজনৈতিক দল একমত হয়ে কাজ করতে হবে। 

রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, মায়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না। তাই আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন