জনদুর্ভোগ

ভাতা ৫০ হাজার টাকা করার দাবি

রাজধানীর শাহবাগ মোড়ে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ

যান চলাচল বন্ধ

শাহবাগে রাস্তায় ট্রেইনি চিকিৎসকরা

ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ট্রেইনি চিকিৎসকরা। পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে রোববার (২৯ ডিসেম্বর ) সকালে তারা সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছেন। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেছেনসকাল সাড়ে ১১টার দিকে ট্রেইনি চিকিৎসকরা রাস্তায় আসেন। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

ভাতা বাড়াতে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। দাবি না মানলে দেশের প্রায় ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন তারাতবে বেঁধে দেয়া সময়ের মধ্যে প্রজ্ঞাপন না হওয়ায় ২২ ডিসেম্বর ট্রেইনি চিকিৎসকেরা আন্দোলন শুরু করেন। 

গেল ২২ ডিসেম্বর এই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারাখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার। তাদেরই একটি অংশ শাহবাগ অবরোধ করে। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার করার ঘোষণা দেয়। ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন