টিকিট কাটতে না পাওয়ায় মিরপুরে দর্শকদের বিক্ষোভ
ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে আগামীকাল পর্দা উঠবে বিপিএলের ১১তম আসরের। ম্যাচের একদিন আগে টিকিট কাটতে পারছেন না এমন অভিযোগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সামনে বিক্ষোভ শুরু করেছে ভক্তরা।
বোরবার (২৯ ডিসেম্বর) ভোর রাত থেকে টিকিটের জন্য মিরপুর স্টেডিয়ামের এক নাম্বার গেট-সংলগ্ন কাউন্টারে ভিড় জমায় দর্শকরা। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় স্টেডিয়ামের মেইন গেটে ভিড় জমায় দর্শকরা।
এ সময় টিকিট প্রত্যাশী এক ব্যক্তি জানান, আমরা অনলাইনে চেষ্টা করেছি, কিন্তু ওয়েবসাইট বন্ধ। তাই আমি ভোর চারটায় লাইনে দাঁড়িয়েছি। তবুও টিকিট পাইনি। টিকিটগুলো তাহলে গেল কোথায়।
আরেক ব্যক্তি বলেন, এর আগেও এমন হয়েছে। কাউন্টারে টিকিট নাই, কিন্তু ম্যাচের দিন ব্ল্যাকে টিকিট পাওয়া যায়।
দর্শকদের ভোগান্তি কমাতে এবার ই-টিকিটের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মোট টিকিটের ৮০ শতাংশ দেওয়ার কথা রয়েছে। বাকিগুলো অফলাইনে দেওয়ার কথা।