আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১৫১

দক্ষিণ কোরিয়া জিজু এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমান

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। নিহতের মধ্যে ৭১ জন নারী, ৭১ জন পুরুষ ও বাকি নয় জনের লৈঙ্গিক পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এছাড়া দুই জন ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।  বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলো। দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

   

আল জাজিরার প্রতিবেদনে হয়, রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে জিজু এয়ারলাইন্সের বিমানটি ব্যাংকক থেকে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে যায়। পরে এতে আগুন ধরে গেলে অনেক যাত্রী মারা যান।

বর্তমানে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় থাকা দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। গেলো শুক্রবার চোই সাং মক দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন