আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত

১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত

দক্ষিণ কোরিয়ায় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জিজু এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমান

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জিজু এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ১৮১ জন আরোহীর ১৭৯ জনই মারা গেছেন। দুজন ক্রু সদস্যকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। 

এর আগে, দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়,  রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে জিজু এয়ারলাইন্সের বিমানটি ব্যাংকক থেকে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে গেলে এতে আগুন ধরে যায়।

বর্তমানে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় থাকা দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। গেলো শুক্রবার চোই সাং মক দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এদিকে দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা বলেছেন, উড়োজাহাজ বিধ্বস্তের আগে পাখির আঘাত বিষয়ে সতর্কতা জারি করেছিল নিয়ন্ত্রণ টাওয়ার।

 

সতর্কতা জারির কিছুক্ষণ পরই উড়োজাহাজটির পাইলটেরা ‘মেডে’, অর্থাৎ বিপন্ন অবস্থার কথা ঘোষণা করেছিলেন। দেশটির তদন্তকারী কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে পাখির আঘাত ও খারাপ আবহাওয়ার বিষয়টি মাথায় তদন্ত করা হচ্ছে। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন