দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আন এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) সাবেক প্রধান চো তে-ইয়ং-কে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন ঘোষণার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইয়নহ্যাপ জানিয়েছে, সামরিক আইন ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী হোয়াং কিয়ো-আন জাতীয় পরিষদের স্পিকারকে গ্রেপ্তার করতে ফেসবুকে আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে ‘নির্বাচনী জালিয়াতদের নির্মূলের’ দাবি করেছিলেন।
সাবেক গোয়েন্দাপ্রধান চো তে-ইয়ং-এর বিরুদ্ধে অভিযোগ, তিনি সামরিক আইন ঘোষণার পরিকল্পনার বিষয়ে জেনেও জাতীয় পরিষদকে জানাননি।
এসএইচ//