আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় নিহত আরও ৩০ ফিলিস্তিনি

ছবি: ফাইল

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৩০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত ও ৯৯ জন আহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা প্রায় ৪৫ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। যেখানে আহতের সংখ্যা লক্ষাধিক।

রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫ হাজার ৫১৪ জনে পৌঁছেছে। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৮ হাজার ১৮৯ জন নাগরিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহত ও আহতের সংখ্যা আরও বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন। সরঞ্জামের স্বল্পতা ও জনবলের অভাব থাকার কারণে উদ্ধার তৎপরতা সেভাবে চালানো যায়নি।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাস থেকে হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন