খেলাধুলা

বছরের শেষ দিনের বিপিএল সূচিতে বদল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অতীত ইতিহাসে সূচি পরিবর্তনের রেকর্ড ছিল। যেকোনো কারণেই হোক সূচিতে কিছু বদল এসেছে। এবারও তেমনটি হলো। বিপিএলের উদ্বোধনী আসর শুরুর আগেই সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বিপিএল কমিটি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বছরের শেষ দিনে বিপিএলের দুইটি ম্যাচের সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। এদিন খুলনা টাইগার্স-চিটাগাং কিংস এর ম্যাচ দুপুর দেড়টার পরিবর্তে দুপুর ১২ টায় শুরু হবে। রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স ম্যাচটি শুরু হবে বিকেল ৫ টায়, সূচিতে ছিল সন্ধ্যা সাড়ে ৬ টায়।

বিসিবি রোববার (৩০ ডিসেম্বর) রাতে একটি বিবৃতি প্রকাশ করে। তারা জানিয়েছে, মঙ্গলবার বছরের শেষ দিনে রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে বলে সেদিনের ম্যাচ দুটির টিকিট মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় পাওয়া যাবে না। টিকিট কিনতে হবে মিরপুর শেরেবাংলার ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথ থেকে।

আজ, সোমবার বিপিএলের উদ্বোধনী দিনের ম্যাচ দুপুর দেড়টায় শুরু হবে। যেখানে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যা সাড়ে ৬ টার ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন