দক্ষিণি দাপট কেড়ে নিলো বলিউড
দক্ষিণি ছবির দাপটে বলিউড কোণঠাসা এমন গল্প বিগত কয়েক বছর ধরে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন বিনোদন প্রেমীরা। তবে এবার সেই চিত্র বদলে গেছে। নতুন গল্প, চমকপ্রদ থিম ও বাজিমাতকারী পারফরম্যান্স— সব মিলিয়ে ২০২৪ সালে দক্ষিণী চলচ্চিত্রের দাপট কেড়ে নিয়েছে বলিউড। অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে এই চলচ্চিত্র জগত।
এবার বলিউডের ২০২৪ সালের সাফল্যের কাহিনিতে রয়েছে হরর-কমেডি ঘরানার সিনেমার রাজত্ব। ‘স্ত্রী ২’, ‘ভুলভুলাইয়া ৩’, এবং ‘মুনজ্যা’—এই তিনটি সিনেমা তো যেন বক্স অফিসে ঝড় তুলেছিল। বিশেষত অমর কৌশিকের ‘স্ত্রী ২’, যা মাত্র ৬০-৭০ কোটি রুপি খরচে নির্মিত হয়েছিল। অথচ এই চলচ্চিত্রটিই প্রায় ৯০০ কোটি রুপি আয় করে সবাইকে চমকে দিয়েছে।
এছাড়া এবছর বলিউডে নতুন ধরনের বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। এসব ছবি ব্যাপক প্রশংসিত হয়েছে। দর্শকদের নজর কেড়েছে। কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’, আনন্দ একার্শির ‘আত্তাম’, ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’, শুচি তালাতির ‘গার্লস উইল বি গার্লস’, এবং তামিজারাসন পাচামুথুর ‘লাব্বার পান্ধু’, চিদাম্বরমের ‘মঞ্জুম্মেল বয়েজ’, ভেঙ্কি অতুলের ‘লাকি ভাস্কার’ এর মত চলচ্চিত্রগুলো
ছিলো ভিন্ন ধরনের কনটেন্ট। দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
তবে ২০২৪ সালে বলিউডের সবচেয়ে বড় চমক ছিল নায়ক- নায়িকাদের বক্স অফিসে বিজয়। দীপিকা পাড়ুকোন আবারও প্রমাণ করেছেন, তিনি এখনও বলিউডের শীর্ষ নায়িকা। তার ‘কল্কি ২৮৯৮এডি’ এবং ‘সিংহাম এগেইন’ ছিল বক্স অফিসে দারুণ সফল। পাশাপাশি, কৃতি শ্যাননও তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে ‘তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া’ ও ‘ক্রু’ সিনেমাগুলোর মাধ্যমে সবার নজর কেড়েছেন। তবে বক্স অফিসে একসঙ্গে দুই ধরনের সাফল্য পেয়েছেন শ্রদ্ধা কাপুর এবং রাশমিকা মান্দানা।‘স্ত্রী ২’ এবং ‘পুষ্পা ২’-তে তাদের পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে।
নায়কদের মধ্যে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ এবং কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’ ছিল বিশেষভাবে আলোচিত। তাদের অভিনয়ের দক্ষতা, কৌশল বলিউডে এক নতুন ছন্দ তৈরি করেছে। পাশাপাশি, রাজকুমার রাও ‘স্ত্রী ২’-এ অসাধারণ অভিনয়ের মাধ্যমে আলোচনায় ছিলেন।
নতুন প্রজন্মের মধ্যে শর্বরী বাগ বলিউড দর্শকদের মনে দাগ কেটেছেন। ‘মুনজ্যা’, ‘মহারাজ’, ‘বেধা’ সিনেমাগুলোর মাধ্যমে তিনি এ বছর সবচেয়ে আলোচিত নতুন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
আইএমডিবির জরিপে ২০২৪ সালের সেরা ভারতীয় তারকা নির্বাচিত হয়েছেন তৃপ্তি দিমরি । আইটেম গান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি এবং শৈল্পিক সিনেমার সফলতায় নতুন ধরণের কনটেন্ট-এ অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
দক্ষিণী সিনেমার প্রভাব সত্ত্বেও, বলিউড আবার প্রমাণ করেছে যে ভালো গল্প এবং শক্তিশালী পারফরম্যান্সই সাফল্যের মূল চাবিকাঠি। সবকিছু মিলিয়ে বলা যায়, ২০২৪ সাল বলিউডের পুনর্জাগরণের বছর। যেখানে নতুন প্রজন্মের শিল্পীরা তাদের মেধা ও শ্রম দিয়ে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন।
এসি//