কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ
১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্রের’ দাবি
আগামী ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এই দাবি জানান তাঁরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে।’
উল্লেখ্য, এই সমাবেশ থেকেই ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। তবে গতকাল সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার ছাত্র জনতা সবার সঙ্গে আলোচনা করে খুব তাড়াতাড়ি এই ঘোষণাপত্র প্রকাশ করবে।
সরকারের এই বক্তব্যের পর রাতে জরুরি বৈঠকে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলের নেতারা। বৈঠকে শেষে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ স্থগিত করে ‘মার্চ ফর ইউনিটি’ (ঐক্যের জন্য যাত্রা) কর্মসুচি করার কথা জানান তারা।
এনএস/