আন্তর্জাতিক

ইতিহাসে প্রথম নারী গভর্নর পেল সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক

সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নতুন নারী গভর্ণর মায়সা সাবরিন

সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মায়সা সাবরিনকে। তার এই নিয়োগের মাধ্যমে ইতিহাসে এই প্রথম নারী গভর্নর পেল দেশটির কেন্দ্রীয় ব্যাংক।  

মায়সা সাবরিন দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ২০১০ সালে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি । এর পর দেশটির পুঁজিবাজারের সরকারি সংস্থা দামেস্ক সিকিউরিটি এক্সচেঞ্জের নির্বাহী বোর্ডে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব করেছেন ২০১৮ সাল পর্যন্ত। তারপর ওই বছরই কেন্দ্রীয় ব্যাংকের অফিস নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হিসেবে বদলি হন। গভর্নরের পদে পদোন্নতি পাওয়ার আগ পর্যন্ত সেই বিভাগেই ছিলেন তিনি  

গেলো ৮ ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদের পতন হয়। এরপর থেকে সিরিয়ার অন্তর্বর্তী সরকার দেশটির অর্থনীতিকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে।

 

এনএস/ 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন